বাংলায় বোকা গাধা বলতে গরু ছাগল বলা হয়। কিন্তু খুব বড় মাপের বোকা গাধা বোঝাতে গেলে রামছাগল, রামপাঁঠা, এগুলোই বলা হয়। আমরা তো গোবরকে মাটির উপর শক্ত প্রলেপ হিসেবে ব্যবহার করি। মাটির ক্ষয়কে কিছুটা রোধ করে, তাই গোবরের ব্যবহার মাটির বাড়িতে, উঠোনে, মাটির মেঝেতে দেখা যায়। কিন্তু গোবরে দেবত্ব আরোপ হয় না।
by মালবিকা মিত্র | 01 January, 1970 | 201 | Tags : Religion Bengal Hindi Heart Land Cow Politics